1687495702549

মিড ক্যারিয়ার প্রশিক্ষণে একসাথে ৪৫ জন এসেছিলাম, বেশিরভাগই দেশের বিভিন্ন প্রান্তের উপজেলা নির্বাহী অফিসার।ভারতের উত্তরাখণ্ড প্রদেশের মুসৌরি নামক এক পাহাড়ি জনপদ যেখানে ওদের ন্যাশনাল এডমিনিস্ট্রেশন একাডেমি অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৬৫০০ ফুট উচ্চতা আর সম্পুর্ণ ভিন্ন স্বাদের খাবারের চ্যালেঞ্জ নিতে পারলে,এ এক দারুণ অভিজ্ঞতা।প্রথম দিন থেকেই যে কয়েকজন খাবার নিয়ে স্ট্রাগল করছিলাম স্যার তাদের মাঝে অন্যতম, প্রতিনিয়ত দিন গুনছিলাম ১১ জুন ভোর বেলায় আমরা মুসৌরি ছেড়ে দেরাদুন-মুজাফফারবাদ হয়ে দিল্লি যাব। আজ সকালে চেক আউট করে আমরা প্রায় ৭০০০ ফুট উচ্চতা দিয়ে মুসৌরি থেকে ঢানাউল্টি যাচ্ছিলাম, পথে স্যার হটাত বমি করে, কিছুটা সামলে নিয়ে সিট চেঞ্জ করে নিজ থেকেই ফ্রন্ট সিটে বসেন, সিটের সাথে মাথা হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন, সবাই ভেবেছিলো স্যার দ্রুত ঠিক হয়ে যাবেন কিন্ত আমাদের সবাইকে বুঝতে না দিয়ে নীরবে চলে গেলেন, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার সনামধন্য উপজেলা নির্বাহী অফিসার, মোঃ আলামিন স্যার।কোন ফাকে যে স্যারের হৃদযন্ত্র থেমে গেছে, সহযাত্রীগণ বুঝতেই পারেননি, ক্ষমা করবেন স্যার, এতগুলো অফিসার আমরা কাছাকাছি ছিলাম,আপনার অন্তিম মুহুর্তে কেউ কিছু করতে পারলাম না, স্যারের দেড় বছর বয়সী যমজ কন্যা শিশুদয়, স্যারের সহধর্মিণী, পরিবারের সদস্যগণকে
মহান আল্লাহ এই শোক সইবার তৌফিক দান করুক

সৈয়দ মুরাদ
উপজেলা নির্বাহী অফিসার,
গাজিপুর সদর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *