Thistimebd.news

দুই দুইবার পিছিয়ে থেকেও সমতায় ফিরেছে সুইজারল্যান্ড। কিন্তু শেষ রক্ষা হয়নি। সোমবার রাতে উয়েফা নেশনস লিগে পাঁচ গোলের থ্রিলার ম্যাচে জয় তুলে নিয়েছে স্পেন। ঘরের মাঠে সু্ইসদের ডেকে এনে ৩-২ গোলে হারিয়ে দিয়েছে লা রোজারা।

স্প্যানিয়ার্ডদের জয়ের রাতে পয়েন্ট ভাগাভাগি করেছে পর্তুগাল ও ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোবিহীন পর্তুগাল। এই ড্রয়ের পর শেষ আটের টিকিট কেটেছে ক্রোয়েশিয়া। পর্তুগাল টিকিট পেয়েছে আগেই।

ক্রোয়েশিয়ার মাঠে ৩৩ মিনিটে লিড নেয় পর্তুগাল। স্বাগতিকদের এগিয়ে দেন অ্যাটলেটিকো মাদ্রিদ ফরওয়ার্ড হোয়াও ফেলিক্স। প্রথমার্ধ শেষ হয় পর্তুগিজদের ১-০ গোলের অগ্রগামিতায়। ৬৫ মিনিটে জস্কো গার্দিয়লের গোলে সমতায় ফেরে ক্রোয়াটরা।

স্বাগতিকরা সমতায় ফিরতে পারতো আরও কয়েক মিনিট আগেই। কিন্তু দুর্ভাগ্য তাদের। আন্দ্রেজ ক্রামারিচের শট ফিরে আসে পোস্টে লেগে। এই ম্যাচের একাদশে ছিলেন না পর্তুগাল সুপারস্টার রোনালদো। তাকে বিশ্রাম দিয়েছেন কোচ রবার্তো মার্টিনেজ।

ড্রয়ের আশঙ্কা জাগিয়েছিল স্পেন-সুইজারল্যান্ড ম্যাচটাও। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ব্যবধান গড়ে দিয়েছে রেফারির একটি সিদ্ধান্ত। পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন ব্রায়ান জারাগোজা। এর আগে দুই অর্ধে দুবার লিড নেয় স্পেন। গোল করেন ইয়ারেমি পিনো ও ব্রায়ান গিল।

৬৩ মিনিটে মন্টেইরোর গোলে প্রথমবার সমতায় ফেরে সুইজারল্যান্ড। ৮৫ মিনিটে স্কোরলাইন ২-২ করেন জেকিরি। ম্যাচ ড্রয়ের আশঙ্কা জাগায়। কিন্তু আশা জাগিয়েও হেরে যায় সুইসরা। এতে করে নেশনস লিগের চলতি মৌসুমে ছয় ম্যাচ খেলেও গোলশূন্য থাকল তারা। অবশ্য ম্যাচটা জিতলেও কোয়ার্টার ফাইনালে উঠতে পারতো না সুইজারল্যান্ড। ছয় ম্যাচে দুই পয়েন্ট তাদের। এ লিগে গ্রুপ-৪ এ ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে

রেখেছে স্পেন। আট পয়েন্ট নিয়ে শেষ আটে তাদের সঙ্গী হয়েছে ডেনমার্ক। ছয় পয়েন্ট সার্বিয়ার।

গ্রুপ-১ এর টেবিলের শীর্ষে আছে পর্তুগাল। ছয় ম্যাচে ১৪ পয়েন্ট সাবেক চ্যাম্পিয়নদের। আট পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ক্রোয়েশিয়া। তিনে থাকা স্কটল্যান্ডের সংগ্রহ সাত পয়েন্ট। চার পয়েন্ট তলানিতে থাকা রবার্ট লেভানডফস্কির পোল্যান্ডের।

উয়েফা নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে যারা: পর্তুগাল, ক্রোয়েশিয়া, ফ্রান্স, ইতালি, জার্মানি, নেদারল্যান্ডস, স্পেন ও ডেনমার্ক।

একনজরে ফলাফল:

পোল্যান্ড ১-২ স্কটল্যান্ড
সার্বিয়া ০-০ ডেনমার্ক
স্পেন ৩-২ সুইজারল্যান্ড
রোমানিয়া ৪-১ সাইপ্রাস
বুলগেরিয়া ১-১ বেলারুশ
লুক্সেমবার্গ ২-২ নর্দান আয়ারল্যান্ড
লিখটেনস্টেইন ১-৩ সান মারিনো
কসোভো ১-০ লিথুয়ানিয়া
ক্রোয়েশিয়া ১-১ পর্তুগাল

ফাইনালের হাতছানি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *