মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও পবিত্র কুরআন নিয়ে কটূক্তিকারী আসাদুজ্জামান আসাদ নুরের শাস্তির দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম উত্তাল। এ ঘটনায় নাস্তিক আসাদ নুরকে গ্রেফতারে পুলিশ সোমবার তার বাড়িতে অভিযান চালিয়েছে। কিন্তু পলাতক থাকায় তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জানা গেছে, আমতলী উপজেলার উত্তর টিয়াখালী গ্রামের তোফাজ্জেল হোসেন মাতুব্বরের ছেলে আসাদুজ্জামান আসাদ নুর। ২০১৭ সালে লেখাপড়ার উদ্দেশে বাড়ি ত্যাগ করে। এরপর থেকে পরিবারের সঙ্গে তার যোগাযোগ নেই বলে দাবি করে তার পরিবার। কিন্তু সে দেশের বিভিন্ন স্থানে লুকিয়ে থেকে ‘আসাদ নুর ব্লগ’ থেকে পবিত্র কুরআর, হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছে।