জনপ্রিয় ইসলামি বক্তা আব্দুল হাই মুহাম্মাদ সাইফুল্লাহ শনিবার (১৬ নভেম্বর) দিনগত রাতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। টাঙ্গাইল যমুনা সেতু এক্সপ্রেসওয়েতে মাহফিল থেকে ফেরার পথে পেছন থেকে আসা একটি ট্রাক তাঁর গাড়িকে ধাক্কা দেয়। এতে গাড়িটি সামনে-পেছনে দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় সাইফুল্লাহর বুক, চোখ এবং পিঠে আঘাত লাগে। প্রাথমিকভাবে টাঙ্গাইলে চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে দ্রুত ঢাকায় আনা হয়। রোববার (১৭ নভেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। চোখের উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ফেসবুক পোস্টে বলা হয়, আল্লাহর রহমতে সাইফুল্লাহর জ্ঞান ফিরে এসেছে এবং তিনি এখন আশঙ্কামুক্ত। চিকিৎসকরা তাকে পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। পরবর্তীতে চিকিৎসার আপডেট জানানো হবে বলেও পোস্টে উল্লেখ করা হয়।
[…] মুহাম্মাদ সাইফুল্লাহ গুরুতর আহত […]