Thistimebd.news

রশিদ এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেডের মালিক আব্দুর রশিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, প্রতারণা মামলায় মোজমপুর এলাকা থেকে শনিবার (১৬ নভেম্বর) বিকেল ৫টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী থাকা অবস্থায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

ওসি আরও জানান, রাজশাহীর এনাম ফিড মিলের মালিক আতিকুর রহমানের করা মামলায় আব্দুর রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল।

পুলিশ সূত্রে জানা গেছে, আতিকুর রহমানের কাছ থেকে ১ কোটি ৩৩ লাখ টাকা আগাম নিয়েও মৎস্য খাদ্যের কাঁচামাল সরবরাহ করেননি রশিদ। এমনকি টাকাও ফেরত দেননি।

দেড় বছর পর আতিকুর রহমান গত ১৩ আগস্ট ২০২৩ সালে রাজশাহী প্রধান বিচারিক ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। রশিদ আদালতে হাজির না হওয়ায় ১৭ সেপ্টেম্বর তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, শীর্ষ চাল ব্যবসায়ী রশিদ বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল মালিক সমিতির সভাপতি। ওসি শিহাবুর রহমান জানান, ঋণ খেলাপির অভিযোগে আব্দুর রশিদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৬৮টি মামলা রয়েছে। সোনালী ব্যাংক, ইসলামী ব্যাংকসহ বেশ কয়েকটি ব্যাংক এই মামলাগুলো দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *