আগামী জুনে লর্ডসে অনুষ্ঠিত হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। শিরোপা লড়াইয়ের টিকিটের লড়াই ইতোমধ্যে জমে উঠেছে। সুযোগ আছে কয়েকটি দলের। সেসব দলের একটি দক্ষিণ আফ্রিকা। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতলেই লক্ষ্যে অনেক দূর এগিয়ে যাবে প্রোটিয়ারা।
সেলক্ষ্যে আজ মঙ্গলবার দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। ঘোষিত দলে ফেরানো হয়েছে অধিনায়ক টেম্বা বাভুমাকে। গত মাসে চোট পেয়েছিলেন তিনি। তাকে ছাড়া সাদা বলের ক্রিকেটে কয়েকটি সিরিজ খেলেছে প্রোটিয়ারা। অবশেষে মাঠে ফিরছেন বাভুমা। চোট থেকে সেরে উঠেছেন তিনি।
শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে দুটি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। ২৯ নভেম্বর থেকে ডারবানে শুরু হবে প্রথম টেস্ট। পোর্ট এলিজাবেথে গড়াবে দ্বিতীয় টেস্ট। যা শুরু হবে ৫ ডিসেম্বর। দুই ম্যাচের সিরিজটি খেলতে ২২ নভেম্বর দেশ ছাড়বে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সিরিজ শুরুর আগে দুই দলই চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে।
উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ভারত দুইয়ে। তিন নম্বরে আছে শ্রীলঙ্কা। তাদের পেছনে আছে যথাক্রমে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। অবশ্য শীর্ষ পাঁচ দলের সঙ্গে খুব একটা পার্থক্য নেই। সবারই সুযোগ আছে ফাইনালে ওঠার।দক্ষিণ আফ্রিকা টেস্ট দল: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, জেরাল্ড কোয়েটজি, টনি ডি জর্জি, মার্কো জ্যানসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, উইয়ান মুলডার, সেনুরান মুথুসামি, ডানে পিটারসেন, কাগিসো রাবাদা, ত্রিস্টান স্টাবস, রায়ান রিকেল্টন, কাইল ভেরেনি।
[…] শ্রীলঙ্কার পর দক্ষিণ আফ্রিকা […]