বাংলাদেশের রেকর্ড জয়

বাংলাদেশের রেকর্ড জয়
নাজমুল হোসেন শান্ত, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মমিনুল হক সৌরভদের ব্যাটে চড়ে আফগানিস্তানের সামনে বিশাল লক্ষ্য দাঁড় করায় বাংলাদেশ। সে লক্ষ্যের পেছনে ছুঁটতে গিয়ে কোনো প্রতিরোধই গড়তে পারেনি হাসমতউল্লাহ শাহিদি অ্যান্ড কোং। চতুর্থ দিনের প্রথম সেশনেই ৫৪৬ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
এই জয়ে প্রতিশোধ নেওয়া হয়ে গেল বাংলাদেশের। এর আগে 2019 সালে আফগানিস্তানের বিপক্ষে খেলা প্রথম টেস্টে হেরেছিল টাইগাররা।

এটা বাংলাদেশের টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় জয়ের রেকর্ড। এর আগে বাংলাদেশের সবচেয়ে বড় জয় ছিল ২২৬ রানের। 2005 সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ওই জয়টা পেয়েছিল বাংলাদেশ।
জয়ের জন্য আফগানিস্তানকে করতে হতো ৬৬২ রান। হিমালয়তুল্য লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের প্রথম বলেই ইব্রাহিম জাদরানকে বোল্ড করেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। কোনোকিছু বুঝে ওঠার আগে আব্দুল মালিককে লিটন কুমার দাসের হাতে ক্যাচ বানান তাসকিন আহমেদ।

তাতেই দলীয় ৭ রানেই দুই ওপেনারকে হারায় আফগানিস্তান। শেষ বিকেলে রিটায়ার্ড হার্ড হয়ে ফেরেন শাহিদি। দিনের বাকিটা সময় আর কোনো বিপদ হতে দেননি রহমত শাহ ও নাসির জামাল। ৪৫ রানে ২ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *