Yemenia

২০১৬ সালের পর প্রথমবার ইয়েমেনি কোনো বিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে সরাসরি সৌদি আরব গেল। এই ঘটনাটিকে দীর্ঘ সময় ধরে যুদ্ধরত দুটি দেশের মধ্যে উত্তেজনা কমানোর সর্বশেষ চিহ্ন হিসেবে দেখা হচ্ছে।
৭ বছর পর হজযাত্রী নিয়ে সৌদি গেল ইয়েমেনি বিমান
ইয়েমেনের হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানা থেকে শনিবার প্রথম বাণিজ্যিক ফ্লাইট হজযাত্রীদের নিয়ে সৌদি আরব যাত্রা করেছে। ২০১৬ সালের পর প্রথমবার ইয়েমেনি কোনো বিমান সানা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে সরাসরি সৌদি আরব গেল। এই ঘটনাটিকে দীর্ঘ সময় ধরে যুদ্ধরত দুটি দেশের মধ্যে উত্তেজনা কমানোর সর্বশেষ চিহ্ন হিসেবে দেখা হচ্ছে।

ইয়েমেনের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানান, ১৭ জুন, শনিবার ইয়েমেনিয়া এয়ারওয়েজের একটি বিমান ২৭৭ জন হজযাত্রী নিয়ে স্থানীয় সময় রাত ৮টায় রওনা হয়েছিল। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট সানার আন্তর্জাতিক এই বিমানবন্দরটি ৭ বছর ধরে অবরোধ করে রেখেছিল।

মোহাম্মদ আসকার নামের একজন হজযাত্রী বলেছেন, ‘আশা করি, অবরোধ শেষ হবে এবং বিমানবন্দর খোলা থাকবে। আমরা খুব খুশি এবং স্বস্তি পেয়েছি, এবং আমি এই অনুভূতি বর্ণনা করতে পারব না।’
২০১৬ সালের আগস্টে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সানার বিমানবন্দর অবরোধ করে রাখে। এরপর থেকে আন্তর্জাতিক এই বিমানবন্দর দিয়ে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ হয়ে যায়। তবে যুদ্ধের ফলে দুর্ভিক্ষপীড়িত ইয়েমেনি জনগণের জন্য সাহায্য নিয়ে আসা বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল।

ইয়েমেনের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের চলমান এই যুদ্ধের ফলে কয়েক লাখ মানুষ মারা গেছে। এছাড়া যুদ্ধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষেও বহু মানুষ প্রাণ হারিয়েছে। জাতিসংঘ এটিকে বিশ্বের সবচেয়ে বড় মানবিক সংকট বলে অভিহিত করেছে।

উল্লেখ্য, ২০১৪ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে রাজধানী সানা দখল করে নিয়েছিল শিয়া মতাবলম্বী হুথিরা। এরপর হুথিদের বিতাড়িত করতে ব্যাপক চেষ্টা করে সৌদি জোট। এই জোটের বিমান হামলা এবং স্থল যুদ্ধ সত্ত্বেও ইয়েমেনের বিশাল অংশ এখনও শাসন করছে হুথিরা।

(AFP)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *