মানুষকে চেনা কিন্তু সহজ নয়। মানুষ শত ক্রোশ দূরে থেকেও পাশে থাকে, আবার হাতে হাত রেখেও বিশ্বাস ভাঙে। মানুষ গভীর ভালোবাসাও গোপন রাখে, আবার প্রতারণার ইচ্ছা নিয়েও অকপটে বলে দেয় ‘ভালোবাসি!’ মানুষ থাকবো বলেও হারিয়ে যায়, ‘চলে যাচ্ছি’ বলেও বারবার পিছু ফিরে তাকায়। কেউ কেউ মোমবাতির মতো, নিজের পুড়েও আলো দেয়! কেউ আবার ভালো থাকা কেড়ে নিয়ে ‘ভালো থেকো!’ লিখে দেয়। মানুষ মায়াকান্নাও কাঁদে, মানুষ ডিপ্রেশনেও হাসে। মানুষকে চেনা কঠিনই বটে! মানুষে মানুষে তফাৎ, ভেতরে বাহিরে তফাৎ, কথা কাজে তফাৎ, তফাৎ মন কিংবা মনুষ্যত্বে! তাই মানুষ চেনার ব্যাপারে খুব বেশি আত্মবিশ্বাসী হতে নেই। কাউকে পুরোটা চিনে ফেলেছি ভাবলে, কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকে!