না পাওয়া প্রেম গুলো ভীষণ দারুন হয়!
সত্যিই কী তাই?
যদি এতো সুন্দর এতো দারুন হতো?
তাহলে এতো যন্ত্রনা কেন ? বুকের ভিতরে দুমড়ে মুচড়ে যাবার নিঃশব্দ আর্তনাদ কেন?
আচ্ছা তাকে পাবোনা ভেবেও তো প্রেমে পড়ি আমরা !
তাঁর লাঞ্ছনা অবহেলা বা তাকে অন্যের হতে দেখেও চুপচাপ মুচকি হাসি দিয়ে চলে আসা এসব কতো কিছুই না করি, তবুও তাঁর প্রেমে পড়ি।
আহঃ এসব কী কষ্ট না ? তবে কেন এতো কষ্টের পরও তাকে পেতে ইচ্ছে করে? তাকে নিয়ে কল্পনাতে ভাবতে ভালোলাগে,এতো দারুন অনুভূতি হৃদয়ের বিরাজ করে কেন ?
মনে হয় কেন যে কথা নাই বা বলুক, ছুঁয়ে নাই না দেখুক, চোখের সামনে মানুষটা একবার দেখলেই যেন আহঃ কী শান্তি! তখন একটুও মনে হয়না যে সে মানুষটা অন্যকারো, নিষিদ্ধ, বা ভাগ্যে নেই।
তাও তাঁর প্রতি কী দারুন প্রেম থেকে যায় আজীবন।
কী দারুন লম্বা আকাশ পাতাল ধৈর্য আর অপেক্ষায়।
জানি এটা যন্ত্রনা,ভালোবাসা নাকি অভি-শা-প?