All around

এজবাস্টন টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে মোটে ৩২.৪ ওভার। তাতেই রোমাঞ্চ আর উত্তেজনা ছড়িয়েছে বেশ। অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে ৭ রানে লিড পায় স্বাগতিক ইংল্যান্ড। বৃষ্টিস্নাত দিনে ৪ বলের মধ্যে দুই উইকেট তুলে নিয়ে উত্তেজনা বাড়িয়ে দেন প্যাট কামিন্স আর স্কট বোল্যান্ড। তবে বেরসিক বৃষ্টির কারণে উত্তেজনা থেমে যায়।বার্মিংহামে ইংল্যান্ডের প্রথম ইনিংসে করা ৩৯৩ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৩৮৬ রানে থামে সফরকারী অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২৮ রানের দুই উইকেট হারায় ইংল্যান্ড। তৃতীয় দিন শেষে স্বাগতিকরা এগিয়ে আছে ৩৫ রানে। আট উইকেট হাতে নিয়ে চতুর্থ দিনে ব্যাট করতে নামবে স্বাগতিকরা।

রোববার পাঁচ উইকেট হাতে নিয়ে দিন শুরু করে অস্ট্রেলিয়া। ৩১১ রানের সঙ্গে ৭৫ রান যোগ করতেই শেষ ৫ উইকেট হারায় কামিন্সের দল। অজিদের শেষ ৪ উইকেট পড়ে ২১ বল আর ১৪ রানের ব্যবধানে। সফরকারীদের হয়ে ১৪১ রানের ইনিংস খেলেন উসমান খাজা। তিন ছক্কার সঙ্গে বাউন্ডারি হাঁকিয়েছেন ১৪টি। ৬৬ রান করেছেন ক্যারি। এ ছাড়া ট্রাভিস হেড ৫০, ক্যামিরন গ্রিন ৩৮ এবং অধিনায়ক প্যাট কামিন্সও ৩৮ রান করেন।ইংল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড ও ওলি রবিনসন। দুটি উইকেট পেয়েছেন মঈন আলি। একটি করে শিকার করেছেন জিমি অ্যান্ডারসন ও বেন স্টোকস।

সাত রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মোটামুটি একটা সূচনা করে ইংল্যান্ড। বড় জুটি গড়ার ইঙ্গিত দিয়েছিলেন জ্যাক ক্রাউলি ও বেন ডাকেট। ছন্দপতন হয় বৃষ্টিবাঁধায়। ক্রাউলি ৭ ও ডাকেট ১৯ রান করে আউট হন। ২২ বলের মধ্যে দু’বার বৃষ্টিতে বন্ধ হয় খেলা। এ সময় পরপর দুই ওভারে দুই ওপেনারকে হারায় ইংল্যান্ড। অস্ট্রেলিয়ার হয়ে দুটি উইকেট নেন বোল্যান্ড ও কামিন্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *