Thistimebd.news

ব্রেকিং নিউজ: আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ নিয়ে যা ভাবছেন মিরাজ

সবার জানা, দীর্ঘ পরিসরের চেয়ে একদিনের সীমিত ওভারের ফরম্যাটে আফগানরা তুলনামূলক ভালো খেলে। লাল বলের চেয়ে রশিদ, নবী, মুজিব, ফারুকীরা সাদা বলে অনেক বেশি কার্যকর, ভয়ঙ্করও। টেস্টে চরমভাবে পর্যুদস্ত

হওয়ার পর ওয়ানডে সিরিজে পুরোদস্তুর দল নিয়েই মাঠে নামার ঘোষণা আফগানদের। ঈদের পর চট্টগ্রামের সাগরিকায় যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে, সেখানে আফগান ওই ৪ বোলিং মেশিনই আছেন। তাদের বিপক্ষে খেলার আগে কী ভাবছে টাইগাররা? প্রতিপক্ষ আফগানিস্তানকে

কীভাবে মূল্যায়ন করছে তামিমের দল? অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের কথা শুনে মনে হচ্ছে আফগান ওযানডে দল নিয়েও ততটা চিন্তিত না বাংলাদেশ। আফগানরা সাদা বলে তুলনামূলক শক্তিশালী, ভালো দলও। কজন কোয়ালিটি স্পিনারও আছেন। কিন্তু শেষপর্যন্ত তাদের সঙ্গে বাংলাদেশের

জয়ের পাল্লা ভারি। বুধবার (২১ জুন) বিকেলে মিডিয়ার সঙ্গে আলাপে এসব তুলে ধরে মিরাজ বলেন, আফগানরা সাদা বলে তুলনামূলক শক্তিশালী। কিছু স্পিনারও আছে। কিন্তু ওদের সঙ্গে আলহামদুলিল্লাহ সবসময় জিতি। দেখেন ওডিআই। শেষ সিরিজ জিতেছি আমরা। ওয়ার্ল্ডকাপেও

আমরা ওদেরকে হারিয়েছি।’ মিরাজ স্বীকার করেন, আফগানরা কিছু সময়ের জন্য তাদের চাপে ফেলে। কিন্তু তারা (টাইগাররা) সে চাপ কাটিয়ে উঠতে পারেন। তাই মিরাজের কথা, কঠিক সিচুয়েশন এলে কীভাবে তা হ্যান্ডেল করতে হবে, আমাদের প্লেয়াররা

সেটা ভালো করেই জানেন। সিরিজটা কেমন হতে পারে? এ প্রশ্নর জবাবে মিরাজ বলেন, ‘ওরা (মুজিব-রশিদ) দলে ফিরছে। ওরা আগেও দলে ছিল। হোম সিরিজ যখন আগে হয়েছে, তখনো আমরাই জিতছিলাম। ওরা তো অনেক শক্তিশালী দল নিয়েই এসেছিল। আমরা সিরিজ

জিতেছি, ভালো ক্রিকেট খেলেছি। ওভাবেই কঠিক সিচুয়েশন আসবে। আমরা মেন্টালি ওইভাবে প্রিপারেশন নিচ্ছি। সবাই ফর্মে আছে। আফগানিস্তান সিরিজের জয় কী বার্তা দেবে? মিরাজের অনুভব, ‘হারা জেতার চেয়ে বড়

ধারাবাহিকভাবে ভালো খেলা। নিজেদের ভুলত্রুটি শুধরে উন্নতি করা। তাই মুখে একথা, আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলছি। এ সিরিজ যদি হেরেও যাই, বা খারাপও খেলি, তারপরও মানে এ না যে, আমরা

খারাপ টিম হয়ে গেছি। গত কয়েকদিনে আমরা যে পারফর্ম করেছি, ওয়ার্ল্ডকাপ শুরুর আগে যে পয়েন্ট টেবিলটা, ফার্স্ট থেকে শেষপর্যন্ত যেভাবে শেষ করেছি এটা কিন্তু একটা বার্তা দেয়, ওয়ানডেতে টিম হিসেবে ভালো খেলেছি।’মিরাজের শেষ কথা, সামনে একটি দুটি ম্যাচ খারাপ হতে পারে। খারাপ খেলতে পারি, সেইদিকে

ফোকাস না করে ওয়ার্ল্ডকাপে কীভাবে ভালো করতে পারি, সামনে খেলতে পারি, ল্যাকিংসগুলো কীভাবে ডেভেলপ করতে পারি, আমাদের ফোকাস ওইদিকেই থাকবে। জেতা-হারাটা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু কীভাবে আমরা করবো

সেইদিকে ফোকাস থাকবে। আফগানিস্তানের কাছে সিরিজ হারলে সেটা কী অঘটন হিসেবে চিহ্নিত হবে? এমন প্রশ্নর জবাব দিতে গিয়ে মিরাজ বলেন, পাঁচ, সাত ও দশটি সিরিজ খেললে আপনি হারতেই পারেন। এ রকম হইতে পারে। আমরা সেদিকে তাকাচ্ছি না। যাতে আমরা ভালো ক্রিকেট খেলতে পারি, সেদিকে লক্ষ্য রাখছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *