হটাৎ করেই বিসিবির রিহ্যাব প্রধান ক্যালেফাতোর পদত্যাগ
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) রিহ্যাব প্রধান জুলিয়ান ক্যালেফাতো পদত্যাগ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে বিসিবিতে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন ক্যালেফাতো। বিসিবি সিনিয়র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুসের সাথে আলাপে
এ তথ্য নিশ্চিত করেছেন। জালাল ইউনুস জানান, ক্যালেফাতোর বান্ধবী ক্যানসারে আক্রান্ত। অসুস্থ বান্ধবীর শয্যাপাশে থাকার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চাকুরি ছেড়ে দিয়েছেন ক্যালেফাতো। এরই মধ্যে বিসিবিতে তার অব্যাহতিপত্র জমাও দিয়েছেন। সেখানেও তার
বান্ধবীর অসুস্থতার কথাই উল্লেখ করেছেন ক্যালেফাতো। ক্যালেফাতো তার অব্যাহতিপত্রে উল্লেখ করেন, তিনি জুন মাসটুকুই শুধু কাজ করবেন। তারপর আর থাকবেন না। তার মানে আর মাত্র এক সপ্তাহ বাংলাদেশ জাতীয় দলের
সঙ্গে আছেন ক্যালেফাতো। ৩০ জুনই হবে তার শেষ কার্যদিবস। ফলে টিম বাংলাদেশের রিহ্যাব প্রধান আফগানিস্তানের সাথে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজে দলের সঙ্গে থাকছেন না। তার আগেই চাকরি ছেড়ে চলে যাবেন।