পেছনে বড় করে লেখা ‘এন্ডারসন’, জার্সি নাম্বার ৯। স্বাভাবিকভাবেই মনে হবে জেমস এন্ডারসনই! কিন্তু বেশ লম্বাটে ও লিকলিকে গড়নের চেহারা দেখে আপনার বুদ্ধি উদয় হলো, এবার আপনি দেখলেন স্টুয়ার্ট ব্রডকে। তেমনি ক্রিস ওকসের জার্সি গায়ে মঈন আলী। হঠাৎ এমন দৃশ্যের দেখা মিলেছে ওভালে। কিন্তু কেনো?
ভুল কিন্তু ‘ভুল নয়’
জমে ওঠেছে ওভাল টেস্ট। মাঠের লড়াইয়ের আগে অনন্য এক উদাহরণ সৃষ্টি করেছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। ভুল জার্সিতে মাঠে নামলেও সঠিক কাজই করেছেন বেন স্টোকস, জো রুটরা। স্টোকস-রুটদের এমন ভুলের কারণ কি সেটি নিয়ে প্রশ্ন জেগেছিল অনেকের মনে। অবশেষে জানা গেল ‘ডিমেনশিয়া’ রোগীদের জন্য অর্থ সংগ্রহ করতেই এমন অভিনব উদ্যোগ নিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড।
‘অ্যালঝাইমার্স বা ডিমেনশিয়ার’–যেটির বাংলা অর্থ ‘ভুলে যাওয়া রোগ।’ সাম্প্রতি সময়ে এই রোগে আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। মূলত সচেতনতা ও রোগটির ভয়াবহতার ইতি টানতে অর্থ সংগ্রহ করতেই এমন ভুল জার্সিতে মাঠে নেমেছিলেন স্টোকস-মঈন আলীরা।
ওভালে তৃতীয় দিনে ১২ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামার আগে জাতীয় সংগীতে সুর মেলান সবাই। সেখানেই লক্ষ্য করা যায় এমন দৃশ্যের। পরবর্তী সময়ে ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস জানান এর পেছনের গল্প।
স্টোকস বলেন, ‘অসংখ্য মানুষের জীবনে প্রভাব ফেলেছে ডিমেনশিয়া। এর ফলে রোগী ও তাদের প্রিয়জনের ওপর ভয়াবহ প্রভাব পড়েছে। আমি অত্যন্ত খুশি যে ডিমেনশিয়ার ভয়াবহ প্রভাব নিয়ে আমরা সচেতনতা বাড়াতে পারছি। রোগটির ভয়াবহতার ইতি টানতে অর্থ সংগ্রহ করতে পারছি বলে আমি আনন্দিত।’