দুই বছর আগে কান্নাভেজা চোখে বার্সা ছাড়েন লিওনেল মেসি। প্যারিসে দুই বছর কাটিয়ে এখন যাচ্ছেন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে। যোগ দেবেন ডেভিড বেকহ্যামের ইন্টার মায়ামিতে। তবে বার্সাকে ভোলেননি তিনি। মেসির ভাষায়, অনেক সমর্থকও আমায় ভোলেনি। এখনও বার্সেলোনার কেউ ফ্রি-কিক থেকে গোল করলে অনেক সমর্থক আমার নাম ধরে চিৎকার করেন। Lionel Messi
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রীতিম্যাচ খেলতে এখন চীনে অবস্থান করছেন লিওনেল মেসি। আজই প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগে মনের ডালি খুলে বসেছেন মেসি। জবাব দিয়েছেন অনেক কথার। প্রিয় দল বার্সার কথা স্মরণ করেছেন। বলেছেন তার জাদুকরি ফ্রি-কিকের কথাও। সেই সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন, খেলার মাঠে কাউকে নিখুঁত হতে হলে পরিশ্রমের কোনো বিকল্প নেই। Lionel Messi
বার্সেলোনা ছেড়ে এসেছেন দুই বছর হলো। আরও একবার বার্সায় ফেরার সুযোগ ছিল মেসির। কিন্তু ফের কাঁদতে চাননি বলে গন্তব্য বানিয়েছেন যুক্তরাষ্ট্রকে। সেখানকার ইন্টার মায়ামিতে খেলবেন আপাতত। তবে বার্সার সঙ্গে যে তার আত্মিক সম্পর্ক তা অস্বীকার করেননি তিনি, আমি বার্সার হয়ে না খেললেও আমার অনেক সমর্থক খেলার সময় আমার নামে চিৎকার করেন। কেউ ফ্রি-কিক করলেও তারা আমার নামে স্লোগান তোলেন। বিষয়টিকে একই সঙ্গে বিস্ময়কর ও দুর্দান্ত অনুভূতি বলে বর্ণনা করেন আর্জেন্টাইন অধিনায়ক।
সিলেটে মানছেন না প্রার্থীরা পোস্টার নিয়ে আদালতের নিষেধাজ্ঞা