thistimebd.news

৪৮ ঘণ্টার মধ্যে বাঁধ খুলে দিতে পারে ভারত, তিস্তা উপকূলে বন্যার শঙ্কা
ভারতে অতিবৃষ্টির কারণে নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুরসহ তিস্তা নদীর উপকূলবর্তী সকল জেলায় আকস্মিক বন্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে নদীর উপকূলবর্তী ও তিস্তা নদীর চরগুলো বন্যার পানিতে তলিয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
১৬ জুন, শুক্রবার দুপুরে এ তথ্য জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ।

আবহাওয়া গবেষক মোস্তফা কামাল পলাশ বলেন, ১৪ জুন থেকে ভারতের পশ্চিমবঙ্গের জেলাগুলোতে খুব ভারি বৃষ্টিপাত হচ্ছে। বিশেষ করে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কুচবিহারসহ পুরো আসাম রাজ্যে ব্যাপক বৃষ্টিপাত হয়েছে।
আবহাওয়া গবেষক পলাশ বলেন, আবহাওয়া মডেলগুলোর পূর্বাভাস অনুসারে, আগামী ১ সপ্তাহ আসাম রাজ্যে ৮০০ থেকে ১৩০০ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির পানি পুরোটাই রংপুর বিভাগের তিস্তা নদী ও ব্রহ্মপুত্র নদের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করবে।

তিনি আরও বলেন, চলমান অতিবৃষ্টির কারণে ঝুঁকি এড়াতে তিস্তা নদীর উজানে অবস্থিত ভারতের গজল-ডোবা বাঁধের সকল দরজা আগামী ৪৮ ঘণ্টার (রোববার) মধ্যে খুলে দিতে পারে ভারত। এতে নীলফামারী, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুরসহ তিস্তা নদীর উপকূলবর্তী জেলাগুলোতে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। সেই সঙ্গে নদীর উপকূলবর্তী ও তিস্তা নদীর চরগুলো বন্যার পানিতে তলিয়ে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *