আজ বিশ্ব বাবা দিবস সকল বাবাকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ,আমি রচনার জামান (সফল উদ্যোক্তা) বাবা দিবসে বাবাকে নিয়ে কিছু কথা-
বাবাকে মোটেই ভয় পাইনা, কোনোদিন ভয় পাওয়ার মতো বকাও দেয়নি। বাবা সিরিয়াস হয়ে গম্ভীর মুখে বকা দেওয়ার চেষ্টা করলে হেসে দিতাম বাবাও হেসে দিতো।
আমার বাবা এখনও চাকরি করে যাচ্ছেন সুস্থভাবেই শুধু আমাদের ভালো রাখবেন ও নিজে সুস্থ থাকবেন বলে। এমন বাবা পেয়ে আমি গর্বিত।আল্লাহর কাছে লাখো শুকরিয়া।

আর আমিও আব্বাকে ছাড়া স্বস্তি পাচ্ছিলাম না। পরপর ৪ দিন রক্ত দিতে হোলো সাথে ইঞ্জেকশন। আমাকে যতবার ছুঁচ ফোটাতে আসে আব্বা নার্সকে ঠিক ততবার বলেছে” প্লিজ আস্তে দেন, “আমার মেয়েটা এগুলো সহ্য করতে পারেনা “। নিজেও অস্থির হয়ে একবার বসে আবার ওঠে। কতবার যে হাত ধরে বসে থেকেছে। সারা রাত এক চেয়ারে এইভাবে বসে I
ছোটবেলা থেকেই অসুখ হলে আব্বাকেই আমার পাশে থাকতে হয়েছে। আমি ব্যথা পেলে মনে হয় তিনিই ব্যথা পেতেন।