Thistimebd.news

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন ব্লিঙ্কেন-

রোববার চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ব্লিঙ্কেন। এরপর দুই শীর্ষ কূটনীতিক একটি নৈশভোজে অংশগ্রহণ করেন।

১৯ জুন, সোমবার চীনা পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এর পাশাপাশি চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই এর সঙ্গেও বৈঠক করবেন ব্লিঙ্কেন। এছাড়া সম্ভবত চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও তিনি একটি আলোচনায় অংশগ্রহণ করতে পারেন।
ব্লিঙ্কেন বা কিন কেউই দিয়াওইউতাই স্টেট গেস্টহাউসে যেসব আলোচনা হয়েছে সে বিষয়ে সাংবাদিকদের কাছে কিছুই বলেননি। তবে কক্ষে উপস্থিত ছিলেন এমন একজন কর্মকর্তা সিবিএস নিউজ এর সাংবাদিক মার্গারেট ব্রেনানকে বলেছেন, দুই দেশের মধ্যে গভীর মত পার্থক্য থাকা সত্ত্বেও উত্তেজনা পরিহার করার বিষয়ে দুজনেই একমত হয়েছেন।

মার্কিন যুক্তরাষ্ট্র যেকোনো মূল্যেই চীনের সঙ্গে সামরিক সংঘর্ষ এড়াতে চায়। ফলে তারা প্রতিদ্বন্দ্বী এই দেশটির সঙ্গে যোগাযোগের লাইন খোলা রাখতে চায়। অপরদিকে বেইজিং চায় বিনিয়োগগুলো অব্যাহত থাকুক। কারণ দেশটির অর্থনীতির জন্য এটি গুরুত্বপূর্ণ । এছাড়া কম্পিউটার চিপ বিক্রি বন্ধ করার সাম্প্রতিক বাইডেন প্রশাসনের সিদ্ধান্তের বিষয়েও তাদের উদ্বেগ দূর করতে চায় চীন।

চীনের রাজধানীতে ব্লিঙ্কেনের উপস্থিতি সত্ত্বেও দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কোনো উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা কম। সাম্প্রতিক বছরগুলোতে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বেড়েছে। বৈশ্বিক নিরাপত্তা এবং স্থিতিশীলতার উপর প্রভাব ফেলে এমন একাধিক মতবিরোধের কারণে শত্রুতা ও একে অপরের প্রতি দোষারোপও ক্রমাগতভাবে বেড়েছে।

২০২১ সালে প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে ব্লিঙ্কেন হলেন সর্বোচ্চ পর্যায়ের আমেরিকান কর্মকর্তা যিনি চীন সফর করেছেন। এছাড়া বিগত পাঁচ বছরের মধ্যে চীন সফর করা প্রথম পররাষ্ট্রমন্ত্রী হলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *