Img 20230623 132150

আটলান্টিক মহাসাগরে ডুবে যাওয়া টাইটানিক জাহাজ দেখতে গিয়ে নিখোজ হওয়া ডুবোজাহাজ বা সাবমার্সিবলের সকল অভিযাত্রী মারা যাওয়ার অফিসিয়াল ঘোষনা দিয়েছে ডুবজাহাজ পরিচালনা করা কোম্পানি “ওসানগেট”।

আমেরিকার কোষ্ট গার্ডের সংবাদ সম্মেলনের অনুসারে ডুবন্ত টাইটানিকের বডি থেকে ২০০ মিটার দূরে ডুবোজাহাজ বা সাবমার্সিবলটির ধ্বংসাবশেষ খুজে পাওয়া গেছে। ধ্বংসাবশেষ যেভাবে ছড়িয়ে আছে তা দেখে বিশেষজ্ঞ মন্তব্য করেছে যে সম্ভাবনা বেশি পানির চাপের কারণে ভেঙ্গে টুকরো-টুকরো হয়ে গেছে ডুবোজাহাজটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *