বিশ্বে প্রতিদিন নানা ঘটনা- দুর্ঘটনা ঘটে । উদ্ভাবন- উন্মোচন ঘটে অনেক কিছুর । জন্ম ও মৃত্যু হয় অনেকের । তবে কিছু বিষয় দাগ কাটে মানুষের মনে, স্থায়ীভাবে ঠাঁই পায় ইতিহাসে । তেমন কিছু বিষয় নিয়ে আমাদের নিয়মিত আয়োজন ‘ ইতিহাসের এই দিনে ’ । আজ ১৩ জুন । ফিরে দেখা যাক, উল্লেখযোগ্য কী ঘটেছিল এই দিনে । ‘ অন দিস ডে আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ ’ বই থেকে অনুবাদ করেছেন অনিন্দ্য সাইমুম ।
ফুটবল বিশ্বকাপ ২০১০ । এই বিশ্বকাপের সময় ভবিষ্যদ্বাণী করে সারা বিশ্বের নজর কেড়েছিল ‘ পল ’ নামের এক অক্টোপাস । জার্মানির এই অক্টোপাস খেলা শুরুর আগে বিজয়ী হিসেবে যে দলের কথা বলেছে, কাকতালীয়ভাবে সে দলই ম্যাচ জিতেছে । ওই বিশ্বকাপে জার্মানির প্রথম ম্যাচে জার্মানির জাতীয় পতাকা নির্বাচন করে পল । সেই ম্যাচে জিতে যায় জার্মান দল । এমনকি ওই বিশ্বকাপে জার্মানির সাতটি ম্যাচের আগে পলের করা অনুমান পরে সঠিক হয় । ফাইনাল ম্যাচের আগে পলের অনুমান ছিল, নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে স্পেন । ম্যাচের ফলাফলে তা – ই হয়েছে ।
2010 সালের অক্টোবরে পলের মৃত্যু হয় ।