খুলনায় পরীক্ষা দিতে গিয়ে হিটস্ট্রোকে সুরজিৎ বসাক নামের সপ্তম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ জুন) সকালে বিদ্যালয়ে প্রথম সাময়িকের বাংলা মূল্যায়ন পরীক্ষা দিতে গিয়ে তার মৃত্যু হয়।
সুরজিৎ বসাক ডুমুরিয়া উপজেলার রংপুর কালিবাটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিতোষ বল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুরজিৎ একটু মোটাসোটা ছিল। বাড়ি থেকে প্রায় কিলোমিটার পথ পায়ে হেঁটে বিদ্যালয় আসে। এসময় তার শরীর দিয়ে প্রচুর ঘাম ঝরছিল। ক্লান্ত হয়ে ক্লাসরুমে গিয়ে বিশ্রাম নিচ্ছিল। ১০টার দিকে শ্রেণিশিক্ষক মিঠুন সরকার পরীক্ষার খাতা নিয়ে ক্লাসে প্রবেশ করার পর হঠাৎ বেঞ্চ থেকে সুরজিৎ মেঝেতে ঢলে পড়ে। দ্রুত তাকে অ্যাম্বুলেন্সে করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনা সিটিতে ১০ নির্বাচনে অংশ নিয়ে খালেক জিতেছেন ৯টিতে
সুরজিতের পরিবারের বরাত দিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সঞ্জয় মল্লিক জানান, সুরজিৎ বসাক দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিল।
রংপুর কলেজের অধ্যক্ষ ও রংপুর ইউপি চেয়ারম্যান সমরেশ মণ্ডল বলেন, সকালে গরমে বাড়ি থেকে হেঁটে গিয়ে সে ক্লান্ত হয়ে পড়ে। এরপর শরীর থেকে ঘাম ঝরায় সে অসুস্থ হয়ে পড়ে। হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
আড়ংঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুজ্জামান বলেন, ঘটনাটি শুনেছি। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।
[…] khulna হিটস্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু […]