ঢাকার হাতিরঝিলে একটি রেস্তোরাঁয় আগুন লেগে চেয়ার-টেবিল পুড়ে গেছে।
বুধবার বিকালে মেরুল অংশের হাতিরঝিল পার্কের পাশে ঝিল কুটুম ক্যাফেতে অগ্নিকাণ্ডের এ ঘটনায় রাস্তা বন্ধ হয়ে গেলে দীর্ঘ যানজট তৈরি হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এরশাদ হোসেন জানান, বিকাল পৌনে ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাদের দুটি ইউনিট সেখানে যায়।
প্রায় ২০ মিনিটের চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনেন বলে ফায়ার সার্ভিসের তেজগাঁও স্টেশনের সিনিয়র অফিসার নাদিম উদ্দিন সরকার জানান।
তিনি বলেন, রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। তাতে রেস্তোরাঁর চেয়ার-টেবিলসহ ডেকোরেশন পুড়ে যায়। তবে কেউ হতাহত হননি।
এদিকে আগুন লাগার পর বহু মানুষ ওই রেস্তোঁরার সামন ভিড় করলে রাস্তাটি বন্ধ হয়ে যায়।
khulna হিটস্ট্রোকে শিক্ষার্থীর মৃত্যু