নারায়ণগঞ্জে চার্জার ফ্যান থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরও একজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার ফতুল্লায় একই পরিবারের পাঁচ সদস্য চার্জার ফ্যানের আগুনে গুরুতর দগ্ধ হন। এ নিয়ে পাঁচজনের মধ্যে চারজনই মৃত্যুমুখে পতিত হলেন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইনস্পেক্টর বাচ্চু মিয়া জানিয়েছেন, ফতুল্লায় চার্জার ফ্যানের আগুনে দগ্ধ টুটুল মণ্ডল (২৫) আজ সকাল সোয়া ৯টায় মারা গেছেন। তিনি শেখ হাসিনা ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। তার শরীরের ৬০ শতাংশ আগুনে পুড়ে গিয়েছিল।
এর আগে টুটুলের মা বুলবুলি বেগম (৪০), বাবা আবদুস সালাম মণ্ডল (৫৫) ও বোন সোনিয়া আক্তার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোনিয়ার মেয়ে মেহজাবিন (৭) আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার শরীরের ৩৫ শতাংশ আগুনে দগ্ধ হয়েছে।
শুক্রবার ভোরে ফতুল্লার পরিবারটির পাঁচ সদস্য গুরুতর অগ্নিদগ্ধ হন। দুর্ঘটনার পর ফতুল্লা থানার ইনস্পেক্টর (তদন্ত) মো. মহসিন সাংবাদিকদের জানান, পরিবারের সবাই রাতে চার্জার ফ্যান চালিয়ে ঘুমিয়েছিল। চার্জের জন্য ফ্যানটি প্লাগে সংযুক্ত ছিল। একপর্যায়ে ফ্যানে আগুন ধরে যায় এবং সে আগুন বিছানায় ছড়িয়ে পড়লে সবাই অগ্নিদগ্ধ হন।
একইভাবে বুলবুলি বেগম ২৫ শতাংশ, সোনিয়া ৪২ শতাংশ, টুটুল মণ্ডল ৬০ শতাংশ ও মেহজাবিন ৩৫ শতাংশ অগ্নিদগ্ধ হন।